WestBengalBangla

Jan 10 2024, 14:30

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা সুজয়কৃষ্ণ ভদ্রের

কলকাতা: কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশ হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেওয়া সঠিক হয়নি বলে পর্যবেক্ষণে জানালো বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

আদালত জানিয়েছে কণ্ঠ স্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।নমুনা পরীক্ষার জন্যে বিচারপতির অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ।

সেই মামলায় এই নির্দেশ। তবে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার থাকে। আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতে পারেন। কিন্তু ইডি বলে, আমরা তদন্ত শেষ করব কিভাবে। গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে। প্রতি পদে তদন্তে বাধা দেওয়া হচ্ছে। আমাদের তদন্তকারী আধিকারিকদের মারধর করা হচ্ছে। এফআইআর করা হচ্ছে। তারা বলে, কি ভুল আছে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। তিনি তো নির্দেশে লিখেছেন যে কণ্ঠ স্বরের নমুনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছাড়া বিচারপ্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না।

কিন্তু ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি। ইডি যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে অবগত না করে তাহলে তারা ভুল কাজ করেছে বলে পর্যবেক্ষণ বিচারপতির সৌমেন সেনের। তাঁর প্রশ্ন, একটি বেঞ্চে যখন মামলা বিচারাধীন আছে তখন সেই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ কেন অন্য বেঞ্চ দেবে। ইডির উচিত ছিল বিচারপতির তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হওয়া।

WestBengalBangla

Jan 10 2024, 14:27

শেখ শাহজাহান কে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে মন্তব্য কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরের তেতুলিয়া বাজারে একটি বিশেষ চাহিদা সম্পন্ন অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করলেন শেখ শাহজাহান কে কেন্দ্রীয় বাহিনী খুঁজে বের করবে। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ১৩২ জনের হাতে ট্রাই সাইকেল সামগ্রিক তুলে দেন তিনি।

পাশাপাশি, সন্দেশখালির গ্রামবাসীদের হাতে ইডি আক্রান্তের ঘটনায় তিনি বলেন, রাজ্য কিছু করবে না, কেন্দ্র সরকার করবে। চলতি মাসের ৫ই জানুয়ারি সাত সকালে সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহাজানের বাড়িতে ৭ থেকে ৮ জনের ইডির প্রতিনিধি দল সহ বাহিনীর লোকজন গিয়ে ডাকাডাকি করার পর সারা শব্দের না মেলায় অবশেষে শাহজাহানের বাড়ির মূল গেটের তালা ভাঙতে গেলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়।

শাহাজান অনুগামীদের হাতে আক্রান্ত হন ৩ জন ইডি আধিকারিক তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, একাধিক গাড়ি ভাঙচুর চালায় ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট হয়ে যায়। আগামী লোকসভা ভোটে সন্দেশখালি তে বিজেপি প্রচুর ভোটে জিতবে বলে মন্তব্য করেন।

WestBengalBangla

Jan 10 2024, 13:32

বাংলায় নয়, জন্মস্থানেই সমাধিস্থ করা হবে রশিদ খানকে

আজ রবীন্দ্র সদনে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের সঙ্গে শেষ বিদায় জানানো হল শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র রশিদ খানকে।

তবে উত্তরপ্রদেশের বদায়ুনে তাঁর জন্মস্থানেই সমাধিস্থ করা হবে তাঁর নশ্বর দেহ। সঙ্গীত জগতের পাশাপাশি গোটা বাংলা শোকে ভেঙে পড়েছে কারণ বাংলাকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছিলেন তিনি।

WestBengalBangla

Jan 10 2024, 13:24

পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি এবং বাস্তু জমির মাটি

এসবি নিউজ ব্যুরো: প্রকাশ্য দিনের বেলায় জেসিবি মেশিন লাগিয়ে পঞ্চায়েত অফিসের পেছন থেকে কেটে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা কৃষি এবং বাস্তু জমির মাটি। তারপর সেই মাটি পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদের ফারাক্কার বিভিন্ন ইটভাটা এবং টালিভাটাগুলোতে।

বেআইনিভাবে এই মাটি কাটার সাথে এবার নাম জড়ালো মুর্শিদাবাদের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের। মঙ্গলবার ওই পঞ্চায়েতের একটি জমি থেকে 'বেআইনিভাবে' মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফারাক্কা থানার পুলিশ জয়রামপুর রেল ফাটক সংলগ্ন এলাকা থেকে ৪টি মাটি ভর্তি ট্রাক্টর, একটি খালি ট্রাক্টর ও একটি জেসিপি আটক করে। আটক করা হয় পাঁচ জন চালকেও।পুলিশ সূত্রে জানা যায় ওই চালক দের নাম মোহম্মদ জাকিরুল ইসলাম বাড়ি জয়রামপুর,হাফিজুল শেখ বাড়ি পাকুড়, রিজওয়ান পারভেজ পাকুড়, রহমাতুল্লাহ শেখ বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কার দুর্গাপুর এলাকায়। ডালিম মিয়া বাড়ি ফরাক্কা রামরামপুর এলাকায়।বুধবার সকালে এই পাঁচ জনকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সদস্য তার দলবল নিয়ে পঞ্চায়েত অফিসের পেছনে রেল লাইন সংলগ্ন এলাকা থেকে জেসিবি মেশিন ব্যবহার করে জমি থেকে মাটি কেটে নিচ্ছে। এরপর সেই মাটি ট্রাক্টারে ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে ব্লকের বিভিন্ন ইটভাটাগুলোতে।পুরো ঘটনার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ।

WestBengalBangla

Jan 10 2024, 13:23

অনুমতি ছাড়াই সরকারি জায়গা থেকে বেআইনিভাবে গাছ কেটে পাচার

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের নেকড়বাগ এলাকায় রাজ্য সড়কের ধারে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো একাধিক পটাশ গাছ মঙ্গলবার বিকেলে এলাকার এক ব্যক্তি কেটে নিচ্ছিল।যদিও এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তাদের দাবি তারা গাছ কাটার কোন অনুমতি দেয়নি।ছড়িয়ে পড়ে চাঞ্চল। সন্ধ্যা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলিকে আটক করে নিয়ে আসে। যদি এ বিষয়ে জারা অঞ্চল তৃনমূলের সভাপতি মুজিবুর রহমানের দাবি তাকেও গাছ কাটার এই ধরনের কোন অনুমতি দেওয়া হয়নি।তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন।

গাছগুলি আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। বুধবার এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গাছ গুলিকে আটক করে নিয়ে গিয়েছে।

WestBengalBangla

Jan 10 2024, 10:38

সুরের রাজাকে বিদায় জানাতে প্রস্তুত রবীন্দ্র সদন

আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই বিদায় জানাতে হবে সুরের রাজাকে! মঙ্গলবারই পরলোকে পাড়ি দিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাশিদ খান। কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বাংলার এক নক্ষত্র, যিনি কিনা বিশ্বজুড়ে শাস্ত্রীয় সঙ্গীতে দেখিয়ে ছিলেন দাপট। সেই সুর সম্রাজ্ঞীকে যে বিশেষ সম্মানে সম্মানীত করা হবে, দেওয়া হবে গান স্যালুট তা গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত গতকাল হাসপাতাল থেকে বেরিয়ে রাশিদ খানের দেহ রাখা হয় পিসওয়ার্ল্ডে। আর আজ হবে তাঁর শেষকৃত্য।

যা জানা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে ৯টায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর অগণিত ভক্ত। সেই জন্যে ইতিমধ্যেই প্রস্তুত রবীন্দ্র সদন। পুলিশে পুলিশে ছয়লাপ সেখানে। ভিড় জমাতে শুরু করেছেন তাঁর ভক্তরাও। রবীন্দ্র সদনেই গান স্যালুট দেওয়া হবে তাঁকে। তার পর নাকতলার বাড়িতে নিয়ে যাওয়ার হবে শিল্পীর দেহ। সেখানে আচার পালনের পর কাঁধে করে নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই হবে তাঁর শেষকৃত্য।

WestBengalBangla

Jan 10 2024, 08:58

আজ ভোরে পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গাসাগরে পূণ্য স্নান করলেন দিলীপ ঘোষ

খবর কলকাতা: আজ সকাল থেকেই গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরে কুয়াশা আচ্ছন্ন ।কুয়াশাকে উপেক্ষা করে কয়েক হাজার পুণ্যার্থীদের সঙ্গে পুণ্য স্নান করলেন রাজ্যের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এরপর তিনি কপিলমুনির মন্দিরে পুজো দিলেন পুন্যার্থীদের সঙ্গে।

WestBengalBangla

Jan 10 2024, 07:54

*আজকের রাশিফল ১০ই জানুয়ারি ( বুধবার) *


মেষ রাশিফল (Wednesday, January 10, 2024)

আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে- কোনো ফয়সালা করার আগে একটি সাম্যজ্ঞস্যপূর্ণ দৃষ্টিভঙ্গী রাখুন। যারা দুধ শিল্পের সাথে যুক্ত তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। আজ, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং, একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্যের জন্য পায়েশ সেবন করুন।

বৃষভ রাশিফল (Wednesday, January 10, 2024)

আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আপনার ভালোবাসার মানুষটির সাথে একটি পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।

প্রতিকার :- এই মন্ত্রটি জপ করুনঃ ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ।

মিথুন রাশিফল (Wednesday, January 10, 2024)

মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন।

প্রতিকার :- গরুকে গম ও গুড় খাওয়ান স্বাস্থ্য ভালো থাকবে।

কর্কট রাশিফল (Wednesday, January 10, 2024)

আপনার উচ্চ ক্ষমতা আজ সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে একটি সেরা দিন হয়ে উঠবে। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। আরো ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন। আপনার জোর এবং আপনার ভবিষ্যত পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে।

প্রতিকার :- দরিদ্র এবং অভাবী লোকজনদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

সিংহ রাশিফল (Wednesday, January 10, 2024)

আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে। বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন। কোন মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। আপনি আজ আপনার মিষ্টি ভালবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখুন। আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন, আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনও ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন।

প্রতিকার :- আপনার কাজের টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সফল কর্মজীবন পেতে।

কন্যা রাশিফল (Wednesday, January 10, 2024)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে- সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- ক্যারিয়ারে অগ্রগতির জন্য কেতুর ১২ নাম জপ করুন।

তুলা রাশিফল (Wednesday, January 10, 2024)

উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হোন। এমন কোনও পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে। নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান। যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনির সাথে ভালবাসা করার প্রচুর সময় পাবেন, কিন্তু শরীর খারাপ হতে পারে।

প্রতিকার :- সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরদিন সকালে কাছের গাছে দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, January 10, 2024)

অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন- কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সঙ্কটের সময় আপনাকে পরিচালিত করবে। যারা এই অভ্যাস আয়ত্ত করেছে তাদের ​​নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন। এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আজ যদি আপনি এবং আপনার স্ত্রী ভাল খাবার এবং পানীয় নিয়ে থাকেন, শরীর কষ্ট পেতে পারে।

প্রতিকার :- শরীর সুস্থ রাখতে রুপোর পাত্রে জল পান করুন।

ধনু রাশিফল (Wednesday, January 10, 2024)

যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। এই জন্য, আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত। আপনি সবার চাহিদার যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশ মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয়। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। সেটা যেকন জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য, পরিস্কার, অনান্য ঘরোয়া কাজ, ইত্যাদি।

প্রতিকার :- একুয়ারিয়াম এ একটি কালো ও ১০ টি সোনালী মাছ রাখলে আপনাদের প্রেমের জীবন সুদৃঢ় হবে।

মকর রাশিফল (Wednesday, January 10, 2024)

বিপদের সময় ধৈর্য্য হারাবেন না। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না। কর্মক্ষেত্রে আপনি একটি ভাল পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশভোজনের সময় সেটা মিট্মাট হয়ে যাবে।

প্রতিকার :- নিজেকে ফিট ও সবল রাখার জন্য দুধ, দই, কর্পূর ও সাদা রঙের ফুল দান করুন।

কুম্ভ রাশিফল (Wednesday, January 10, 2024)

সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। কোন নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন। আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা কঠিন। তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন। তাদের আপনার সব মনোযোগ প্রেম এবং সময় প্রাপ্য। আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

প্রতিকার :- সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন।

মীন রাশিফল (Wednesday, January 10, 2024)

স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন, আজ আপনি এই জিনিসটি ভালভাবে বুঝতে পারবেন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি। আপনার হৃদয়ে প্রেম রাজ করবে। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। কিছু বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।

প্রতিকার :- বহমান জলে কালো তিল, কালো ছোলা ও নারকোল নিক্ষেপ করুন, এর ফলে আপনি সুস্বাস্থের অধিকারী হবেন।

WestBengalBangla

Jan 10 2024, 07:51

*বেলা ৩ টে বাজলেই শুরু মিটিং ! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১০ ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ৩ টে নাগাদ রাজা এসসি মুখার্জী রোড থেকে সুকান্ত স্টেচু পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ২-৩ হাজার মানুষ জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

WestBengalBangla

Jan 10 2024, 07:50

*২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। বিশেষ করে জানুয়ারির ১০ তারিখের পর থেকে রাজ্যে কমবে তাপমাত্রা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। 

ডিসেম্বরে হারিয়ে যাওয়া শীত ফিরতে পারে চলতি সপ্তাহে। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আকাশে মেঘ থাকবে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তরের জেলা গুলিতে দিনের বেলাতেও কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।